Site icon Jamuna Television

কারাগার থেকে পালানো প্রায় ৫০০ আসামি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক

জামালপুর করেসপনডেন্ট:

গত ৫ আগস্টের পর সারাদেশে কারাগার থেকে পালানো বেশিরভাগ আসামি ফিরে এসেছে। তবে এখনও প্রায় পাঁচশত আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। বুধবার (২ অক্টোবর) জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কারা মহাপরিদর্শক বলেন, সারাদেশে নতুন কারাগার নির্মাণে কাজ পাওয়া ঠিকাদাররা অপারগ হলে নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে বন্দীদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমান বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে। এছাড়া লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও এখনও কিছু অস্ত্র উদ্ধার হয়নি বলেও জানান তিনি।

কারাগার পরিদর্শন শেষে একটি সভায় যোগদান করেন তিনি। সভায় ময়মনসিংহ ও জামালপুর জেলা কারাগারের উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

Exit mobile version