Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্যে সংঘাত: আবারও বাড়লো তেলের দাম

আবারও বাড়লো তেলের দাম। ইসরায়েলে ইরানের মিসাইল হামলার জেরে প্রায় তিন শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ব্রেন্ট ক্রুড তেলকে আন্তর্জাতিকভাবে তেলের দাম মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাপকাঠি বলে বিবেচনা করা হয়। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১ ডলার ৮৬ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৩ দশমিক পাঁচ ছয় ডলারে। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট জ্বালানি তেলের দাম ১ ডলার ৬৬ সেন্ট বেড়ে বিক্রি হচ্ছে ৬৯ ডলার ৮৩ সেন্ট-এ।

আশঙ্কা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে সংঘাতকে কেন্দ্র করে ব্যাহত হবে তেল সরবরাহ। যার জেরে আরও বাড়তে পারে তেলের দাম।

/এএম

Exit mobile version