Site icon Jamuna Television

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ফাইল ছবি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) জেলার জিরানী বাজারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন তারা।

এর আগে, বুধবার (২ অক্টোবর) সকালে গাজীপুরের ভোগরা চৌধুরীবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন পোশাক শ্রমিকরা। চাকরিতে পুনর্বহাল, নিয়োগসহ বিভিন্ন দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন। এ পরিস্থিতিতে গতকাল অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গাজীপুরের বেশির ভাগ কারখানার সামনে লেখা আছে ‘শ্রমিক নিয়োগ বন্ধ’। মাসের ১-৫ তারিখ পর্যন্ত প্রতিটি কারখানার সামনেই শত শত শ্রমিক চাকরির জন্য ভিড় করেন।

এদিকে, বুধবার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা বার্ডস গ্রুপের শ্রমিকরা সেনাবাহিনীর আশ্বাসে ৫৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে। ফলে গতকাল দুপুর থেকে যানবাহন চলাচল আবার শুরু হয় এবং ঢাকা-টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সচল হয়।

/এএম

 

Exit mobile version