Site icon Jamuna Television

দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ

দুই শিক্ষকসহ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) কলেজের সামনের প্রধান সড়কে তারা বিক্ষোভ প্রদর্শন করে।

শিক্ষার্থীদের দাবি, কলেজের সহকারী অধ্যক্ষ শাহজালাল ও কলেজের শিক্ষক সম্রাট নানা সময়ে ছাত্রীদের সঙ্গে অসদাচারণ করেন। ছাত্রীদের কাছে পাঠানো অভিযুক্ত শিক্ষকদের মেসেজের প্রমাণও (স্ক্রিনশট) আছে শিক্ষার্থীদের কাছে।

তারা জানায়, সপ্তাহখানেক আগে আন্দোলনের প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাধানের আশ্বাস দিলেও কোনো সুরাহা না হওয়ায় আজ তাদের আন্দোলনে নামতে হয়েছে।

/এএম

Exit mobile version