Site icon Jamuna Television

বৈরী আবহাওয়া: ৬ রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে ছয়টি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলের নদী উত্তাল থাকার কারণে ঢাকা থেকে নোয়াখালীর হাতিয়া, টাঙ্গাইলের বেতুয়া, পটুয়াখালীর খেপুপাড়া, চরমোন্তাজ, রাঙ্গাবালী ও ভোলার মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথে যান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় এই নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া থাকায় সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

/এমএন

Exit mobile version