Site icon Jamuna Television

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

দু’দলের এর আগের বারের ৪ দেখায় ৪ বারই জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সে সংখ্যার হিসাব ছাপিয়ে দীর্ঘ ১০ বছরের আক্ষেপ অবসানের সুযোগ জ্যোতি-নাহিদাদের সামনে। ২০১৪ সালের পর চারটি ভিন্ন বিশ্বকাপ খেললেও এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার সুযোগ সেই আক্ষেপ মেটানোর।

প্রথম বাংলাদেশি হিসেবে নারীদের ক্রিকেটে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে নাহিদা সাকিব-মোস্তাফিজের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকের সামনে। তার দরকার আর এক উইকেট।

বাংলাদেশ একাদশ: মুর্শিদা খাতুন, সাথী রানী, শোভনা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক/উইকেট কিপার), তাজ নেহার, ঝর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।

স্কটল্যান্ড একাদশ: সাসকিয়া হরলে, সারাহ ব্রাইস (উইকেট কিপার), ক্যাথরিন ব্রাইস (অধিনায়ক), আইলসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, লোরনা জ্যাক, ক্যাথরিন ফ্রেজার, রাচেল স্লেটার, আবতাহা মাকসুদ ও অলিভিয়া বেল।

/এমএইচআর

Exit mobile version