Site icon Jamuna Television

পাকিস্তান ক্রিকেটকে বিদায় জানালেন তারকা লেগ স্পিনার

আকস্মিকভাবেই পাকিস্তান ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দেশটির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ৩১ বছর বয়সী লেগ স্পিনার উসমান কাদির। তার আরেকটি পরিচয় তিনি পাকিস্তানের কিংবদন্তী লেগ স্পিনার আব্দুল কাদিরের ছেলে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) একটি বিবৃতি প্রকাশ করে অবসরের সিদ্ধান্তের কথা সবাইকে জানিয়েছেন উসমান। তিনি পাকিস্তানের হয়ে ২৫ টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন উসমান।

পোস্টে উসমান লেখেন, আজ আমি পাকিস্তান ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি এবং অসাধারণ এই অধ্যায়ের জন্য আমি হৃদয়ের গভির থেকে কৃতজ্ঞতা জানাই।

সর্বশেষ হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পাকিস্তানের জার্সি গায়ে তুলেছিলেন উসমান। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তার শিকার ৩২ উইকেট।

পোস্টে উসমান আরও লেখেন, দেশের প্রতিনিধিত্ব করতে পারা অনেক সম্মানের। আমার প্রতিটি ধাপে সমর্থন জোগানো কোচ ও সতীর্থদেরও ধন্যবাদ জানাচ্ছি। এখানে স্মরণীয় কিছু জয় পেতে যে চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করেছি, প্রতিটি আমার ক্যারিয়ার ও জীবনকে সমৃদ্ধ করেছে। আমাকে সাহস জোগানো প্রতিটি সমর্থকের প্রতি কৃতজ্ঞতা।

উল্লেখ্য, এক সাক্ষাৎকারে পাকিস্তান জাতীয় দলে জায়গা না পাওয়ার জন্য সাবেক টেকনিক্যাল ডিরেক্টর মোহাম্মদ হাফিজকে দায়ী করেছিলেন উসমান। এবার পুরোপুরিভাবে পাকিস্তান ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।

/এমএইচআর

Exit mobile version