Site icon Jamuna Television

১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলাদেশের মেয়েরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ১২০ রানের লক্ষ্য তাড়ায় ১০৩ রানে থেমেছে স্কটিশ মেয়েরা। এতে ১৬ রানের জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল।

সময়ের হিসেবে বিশ্বকাপে এই জয় এলো ১০ বছরপর। ম্যাচের হিসেবে ১৬ আর টুর্নামেন্টের হিসেবে ৪ টি—মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে লম্বা সময় পর জয়ের দেখা পেল বাংলাদেশ। স্কটিশদের হারানোর আগে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ জিতেছিল ২০১৪ সালে। সেবার সিলেটে আয়ারল্যান্ডকে ১৭ রানে হারিয়েছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে সংগ্রহ খুব একটা বড় করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রানের স্বল্প পুঁজি পায় জ্যোতির দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে সোবহানা মোস্তারীর ব্যাট থেকে। এছাড়া ওপেনার সাথী সাহার ব্যাট থেকে ২৯ ও অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে ১৮ রান। স্কল্যান্ডের পক্ষে সাসকিয়া হরলি ২ ওভারে ১৩ রানে শিকার করেন ৩ উইকেট।

তবে ১২০ রানের স্বল্প পুঁজিতেই জয় এনে দেন বোলাররা। রান তাড়ায় স্কটল্যান্ডের ইনিংস থামে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন সারাহ ব্রাইস। এছাড়া ‍উল্লেখ করার মতো কারও ব্যাট থেকে তেমন ইনিংস আসেনি। বাংলাদেশের মারুফ, নাহিদা, ফাহিমা ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেছেন। ৪ ওভারে মাত্র ১৫ রানে ২ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন স্পিনার রিতু মনি।

/এনকে

Exit mobile version