Site icon Jamuna Television

টুইটযুদ্ধে ট্রাম্প-ইমরান খান

ক্রম অবনতিশীল সম্পর্কের মাঝেই এবার টুইটযুদ্ধে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার টুইটারে, পাকিস্তানের সামরিক সহায়তা কাটছাঁটের সাফাই দেন ট্রাম্প। তার অভিযোগ, মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সহযোগিতা করেনি ইসলামাবাদ। উল্টো ওয়াশিংটনের কাছ থেকে দফায় দফায় মোটা অঙ্কের অর্থ নিয়েও, লুকিয়ে রেখেছিল আল-কায়েদা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে।

পাল্টা জবাবে ইমরান বলেন, ৯/১১’র হামলায় কোনো পাকিস্তানি নাগরিক জড়িত ছিল না। উল্টো সন্ত্রাসবাদ অভিযানে অংশ নিয়ে মাশুল হিসেবে ৭৫ হাজার নিরীহ প্রাণ আর ১২ হাজার কোটি ডলারের আর্থিক ক্ষতি গুণতে হয়েছে তার দেশকে। তালেবান উৎখাতের নামে পাকিস্তানকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।

Exit mobile version