Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘ হলে বড় ধাক্কা খাবে বিশ্ব অর্থনীতি: জুলি কোজাগ

মধ্যপ্রাচ্যের সংকট উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা খাবে। এমন মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কমিউনিকেশন ডিরেক্টর জুলি কোজাগ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জুলি কোজাগ বলেন, মধ্যপ্রাচ্যে নিয়ে দুশ্চিন্তার কারণ রয়েছে। কারণ এখানে সংকট বড় হলে পণ্য বাণিজ্যে প্রভাব পড়ে। তবে এখন পর্যন্ত শঙ্কিত হবার মত কোনও পরিস্থিতি তৈরি হয়নি। বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম এখনও স্বাভাবিক রয়েছে। তাছাড়া জ্বালানি তেলের দামেও প্রভাব পড়েনি। এ সময়য় অক্টোবরে প্রকাশ হতে যাওয়া গ্লোবাল আউটলুক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকট নতুন মোড় নিয়েছে। তবে এ নিয়ে মন্তব্য করার সময় এখনও হয়নি। এ সময় যুক্তরাষ্ট্র, জাপান, ইকুয়েডর, আর্জেন্টিনা ও গায়ানার অর্থনীতি নিয়ে নানা পর্যালোচনা জানান তিনি। কিন্তু সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি।

/আরএইচ

Exit mobile version