Site icon Jamuna Television

৩য় দিনের মতো চলছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

টানা তৃতীয় দিনের মতো আজও মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিচ্ছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যলয়ে আজ ডাকা হয়েছে চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলার পদপ্রার্থীদের।

এরআগে গতকাল, বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় দলটি। এতে অংশ নেন বরিশালের ১৮৩ জন এবং খুলনার ২৯৭ জন প্রার্থী। তবে নেতারা অভিযোগ করেন স্কাইপ সুবিধা না থাকায় সোমবার বিকাল থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকারে যোগ দিতে পারেননি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Exit mobile version