Site icon Jamuna Television

ম্যাগুয়ারে মুখরক্ষা ম্যানচেস্টারের

ইউরোপা লিগে হ্যারি ম্যাগুয়ারের শেষ মুহূর্তের গোলে পোর্তোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ১০ জনের দলে পরিণত হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড। যার সুবাদে ২ ম্যাচে ২ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের ২১তম অবস্থানে উঠে এসেছে রেড ডেভিলরা।

এস্টাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে পোর্তোর মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি ইউরোপা লিগেও ছন্দে নেই রেড ডেভিলরা।

ম্যাচের শুরুতে ইউনাইটেড রক্ষণের ওপর চাপ বাড়ায় পোর্তো। তবে ম্যাচে প্রথম গোল তুলে নেয় ম্যানচেস্টার। সাত মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাসমশ হলান্ড। পোর্তো ব্যবধান কমায় সাতাশ মিনিটে। ব্রাজিলিয়ান পেপে সুযোগ কাজে লাগিয়ে বল জড়িয়ে দেন জালে। ৩৪ মিনিটে স্কোরলাইন ২-২ করেন ওমরদিওন।

দ্বিতীয়ার্ধে জমে যায় ম্যাচ। ৫০ মিনিটে ওমরদিওনের গোলে ৩-২ গোলে লিড নেয় পোর্তো। ৮১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে উঠে যেতে হয় ব্রুনো ফার্নান্দেজকে। ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। অবশেষে খেলার ৯১ মিনিটে এরিকসনের কর্নার থেকে গোল করে রেড ডেভিলদের ১ পয়েন্ট এনে দেন হ্যারি ম্যাগুয়ার।

/এএম

Exit mobile version