Site icon Jamuna Television

বৃষ্টির অজুহাতে সবজির বাজারে অরাজকতা

টানা বৃষ্টির ধাক্কা সবজি বাজারে। কয়েক দিনের ব্যবধানে হঠাৎ বেড়ে গেছে একাধিক সবজির দাম। চোখে সর্ষেফুল দেখাচ্ছে কাঁচামরিচ। শিম, টমেটো আর বেগুনের দাম শুনলেও, পিলে চমকে ওঠার অবস্থা। ব্যবসায়ীদের অভিযোগ, মাঝে কিছুদিন না থাকলেও, এখন আবার মাথাচাড়া দিয়েছে পুরোনো সিন্ডিকেট।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল থেকেই রাজধানীসহ, উত্তর ও মধ্যাঞ্চলের বাজারে সবজির নিয়ে ব্যস্ততা। পণ্যবাহী যানবাহন এসেছে পর্যাপ্ত। তারপরও একাধিক পণ্যের দর অবাক করেছে ক্রেতাদের।

অভিযোগ বৃষ্টির দোহাই দিয়ে কাঁচামরিচের অস্বাভাবিক দাম হাকা হচ্ছে। অথচ, প্রতিদিনই বড় চালান আসছে বিদেশ থেকে। একই অবস্থা টমেটো আর বেগুনের। বাজারে, শিম, ফুলকপিসহ শীতের বিভিন্ন আগাম সবজির দেখা মিলছে। তবে, দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। ব্যবসায়ীদের দাবি, এখনো ভাঙা যায়নি পুরোনো সিন্ডিকেট।

/এটিএম

Exit mobile version