Site icon Jamuna Television

৫ বছর পর আজ জুমার খুতবা দেবেন খামেনি

প্রায় ৫ বছর পর আজ শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজে ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে ‘চরম পরিণতির ভোগের’ হুঁশিয়ার দিয়ে আসছে ইসরায়েল। এর মধ্যে জুমার নামাজে খুতবা প্রদান করতে আসছেন খামেনি। খবর ফ্রান্স টোয়েন্টিফোরসহ বেশ কিছু সংবাদমাধ্যমের।

তেল আবিবে মিসাইল হামলার পর ইসরায়েলের হুমকি-ধামকির মধ্যেই জুম্মার নামাজে ইমামতির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, জুম্মার খুতবায় ইরানের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন খামেনি।

এর আগে, ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহর স্মরণ সভায় যোগ দেয়ার কথা রয়েছে ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলার এক বছর পূর্তির মাত্র তিনদিন আগে খামেনির জনসম্মুখে আসাকে তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে।

খামেনি শেষবার জুমার নামাজের নেতৃত্ব দিয়েছিলেন ২০২০ সালের ১৭ জানুয়ারি। মার্কিন ড্রোন হামলায় ইরানে অভিজাত বিপ্লবী বাহিনী কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পর উত্তেজনাকর সময়ে খুতবা দেন তিনি। সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর জুমার নামাজে ইমামতি করেছিলেন খামেনি।  

/এএম

Exit mobile version