Site icon Jamuna Television

স্ত্রী বিচ্ছেদের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

পিরোজপুর প্রতিনিধি:

স্ত্রী বিচ্ছেদের জেরে পিরোজপুরের ভান্ডারিয়ায় বন্ধুর হাতে জাফর আলী খান (৪৫) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার পর ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাঙ্গা গ্রামে একটি জানাজায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে তার বন্ধু মিজানুর রহমান এবং তার সহযোগীরা। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জাফর পার্শবর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামের মুনসুর আলী খানের ছেলে এবং আওড়াবুনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানের সাথে জাফরের বন্ধুত্বের সম্পর্ক ছিল। তারা নিয়মিত একজন আরেকজনের বাড়িতে যাতায়াত করত। একপর্যায়ে জাফরের স্ত্রীর সাথে মিজানের সম্পর্ক গড়ে ওঠে এবং ৩-৪ বছর পূর্বে মিজান তাকে বিয়ে করে। এ নিয়ে জাফর ও মিজানের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জেরে জাফর তার বন্ধু মিজানের ওপর হামলা করে এবং কুপিয়ে মিজানের হাতের দুইটি আঙুল বিচ্ছিন্ন করে দেয়। এরপর তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এরপর তাকে বরিশালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মিলন মন্ডল জানান, নিহত জাফরের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এটিএম

Exit mobile version