Site icon Jamuna Television

পুকুর থেকে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার, নেশাগ্রস্ত থাকার দাবি পুলিশের

স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের পর পুকুর থেকে শাহজাহান শেখ (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ও পরিবারের ধারণা, মদ্যপ অবস্থায় তিনি পুকুরে পড়ে যান এবং পানিতে ডুবে তার মৃত্যু হয়।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহজাহান বীরতারা এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলে জানা গেছে। 

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হন শাহজাহান। রাতে স্থানীয়রা তাকে এলাকায় ও চায়ের দোকানে মাতাল অবস্থায় দেখতে পায়। এরপরেই তিনি নিখোঁজ হন।

নিহতের স্ত্রী শিমা বেগমসহ কয়েকজন স্বজন বলেন, প্রায়ই নেশা করে বাড়ি ফিরতেন শাহজাহান। এর আগেও মদপানের ফলে অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেছিল। তবে গতকাল বাড়ি থেকে বের হলেও তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি।

পরিবারের দাবি, শাহজাহানের সাথে কারও শত্রুতা ছিল না। তাই কারও বিরুদ্ধে পরিবারের অভিযোগ নেই।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন মুন্সি বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে, পুকুর থেকে তোলার পর পানি বের করার জন্য পেটে চাপ দেয়া হয়। তখন অ্যালকোহলের গন্ধ পায় আশপাশের লোকজন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে ফেরত দেয়া হবে।

/এমএইচ

Exit mobile version