Site icon Jamuna Television

ভোটের দিন কোন পর্যবেক্ষক মিডিয়াতে সাক্ষাৎকার দিতে পারবে না: ইসি সচিব

নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ  বলেন, ভোটের দিন কোন পর্যবেক্ষক মিডিয়াতে সাক্ষাৎকার দিতে পারবে না, আজ নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, পর্যবেক্ষকরা কেন্দ্রে কোন পর্যবেক্ষকের কাছে মোবাইল ফোন নিতে পারবে না। পুলিশের একজন, আর প্রিজাইডিং অফিসারের কাছে শুধু মোবাইল ফোন থাকবে। পর্যবেক্ষকরা শুধু পর্যবেক্ষণ করবে। কোন মন্তব্য ও ছবি তুলতে পারবে না। নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে পর্যবেক্ষকদের প্রতি আহবান জানান ইসি সচিব।

সচিব হেলালুদ্দীন আহমদ বলেন,  এবারের নির্বাচনে সকল দল অংশ গ্রহণ করবে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচন সংক্রান্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রায় শেষ। নির্বাচনে সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার থাকবে। ১১৮ টি দেশীয় সংস্থা এ নির্বাচনে পর্যবেক্ষণ থাকবে।
Exit mobile version