Site icon Jamuna Television

ভাঙ্গায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার, কারাগারে প্রেরণ

ছবি- সাইফুল আলম সোহাগ (বামে) ও এস এম ইশারত হোসেন।

ভাঙ্গা (ফরিদপুর) করেসপনডেন্ট:

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটক দুই নেতা হলেন, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহাগ। তিনি ভাঙ্গা কোটপাড়া এলাকার রায়হান উদ্দিনের ছেলে।

অন্যজন হলেন কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. ইশারত হোসেন। তিনি পৌরসভার আতাদী গ্রামের একরাম শেখের ছেলে।

এ বিষয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোকসেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক সাধারণ সম্পাদক সোহাগ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. ইশারতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

/এমএইচ 

Exit mobile version