Site icon Jamuna Television

শহীদদের দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে গাজীপুরে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, এই শহীদরা জাতির সম্পদ। তাদের ইজ্জতের চূড়ান্ত সীমায় রাখতে হবে।

জামায়াতের আমির বলেন, আন্দোলনে কেউ সন্তান হারিয়েছেন, কেউ স্বামী। স্বজন হারিয়ে তারা কষ্টে দিন কাটাচ্ছেন। পাশাপাশি আহতদের পরিবারগুলোও ভালো নেই। তাই প্রতিটি শহীদ ও আহত পরিবারগুলোর একজনকে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বানও জানান ডা. শফিকুর রহমান।

/এমএইচ/এনকে

Exit mobile version