Site icon Jamuna Television

শিকাগোয় বন্দুকধারীদের হামলায় চিকিৎসক-পুলিশসহ তিনজন নিহত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দুর্বৃত্তের হামলায় পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকসহ তিনজন প্রাণ হারিয়েছেন। নিহত হয়েছেন হামলাকারীও।

স্থানীয় সময় সোমবার বিকালে মার্সি হসপিটালে হয় এ গোলাগুলি। হামলাকারী ৩২ বছর বয়সী হুয়ান লোপেজ। তার সাবেক বাগদত্তা ছিলেন নিহত চিকিৎসক তামারা ও’নিল। হাসপাতালের পার্কিং লটে তামারার সাথে ঝগড়ার এক পর্যায়ে তাকে গুলি করেন লোপেজ। এরপর শুরু হয় পুলিশের সাথে গুলিবিনিময়। পরে লোপেজের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

একইদিন, পৃথক হামলায় ডেনভার শহরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন আরও একজন; গুলিবিদ্ধ হয় আরও তিনজন।

Exit mobile version