Site icon Jamuna Television

৩ দিনের রিমান্ডে হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম

ছবি: সংগৃহীত।

শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিন রেজা এই আদেশ দেন।

এর আগে, শুক্রবার বিকেলে সেলিমকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, আজ শুক্রবার ভোরে ভাটারা থানার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সন্ত্রাস বিরোধী আইনের মামলা ছাড়াও পল্লবী এবং খিলগাঁও থানায় তার বিরুদ্ধে আরও দুই মামলা রয়েছে বলে জানা গেছে।

/আরএইচ

Exit mobile version