Site icon Jamuna Television

৪শ’ মিলিয়নে বিক্রি হলো পিংক ফ্লয়েডের গানের স্বত্ব

অবশেষে সনি মিউজিকের কাছে নিজেদের গানের স্বত্ব বিক্রি করে দিয়েছে ব্রিটিশ সাইকেডেলিক রক ব্যান্ড পিংক ফ্লয়েড। ৪শ’ মিলিয়ন ডলারের বিনিময়ে দুই পক্ষের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক বছর ধরেই পিংক ফ্লয়েড ব্যান্ড ও সনি মিউজিকের মধ্যে দর-কষাকষি চলছিল। অবশেষে বহুল প্রত্যাশিত সেই চুক্তিটি ৪০০ মিলিয়ন ডলারে সম্পন্ন হয়। 

চুক্তির আওতায় পিংক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গানের স্বত্ব সনি মিউজিক পেলেও এসব গানের কথার স্বত্ব গীতিকারদের কাছেই থেকে যাচ্ছে। গানের স্বত্ব বিক্রির ক্ষেত্রে বহু বছর ধরেই বাধা হয়েছিল পিংক ফ্লয়েডের প্রধান দুই সদস্য রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোরের মধ্যে দ্বন্দ্ব।

গত বছর তাদের এই দ্বন্দ্ব ছিল সবচেয়ে চরমে। তবে শেষ পর্যন্ত তারা একটি সমঝোতায় পৌঁছালে সনি মিউজিক কর্তৃপক্ষ ব্যান্ড দলটির সঙ্গে এই সময়ের সবচেয়ে দামি চুক্তিটি সেরে ফেলে। 

/এআই

Exit mobile version