Site icon Jamuna Television

চট্টগ্রামে বাংলার সৌরভ নামে তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রামে বহিঃনোঙ্গরে অবস্থানরত বাংলার সৌরভ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট শীপ বিসিজিটি। বাংলার সৌরভ জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন একটি জাহাজ। তবে এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন মারা যান।

/এএস

Exit mobile version