Site icon Jamuna Television

ইউনেস্কোর হ্যামদান পুরস্কার পেলো গুড নেইবারস বাংলাদেশ

দেশে প্রথমাবের মতো ইউনেস্কোর হ্যামদান পুরস্কার পেলো গুড নেইবারস বাংলাদেশ। শিক্ষক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক এই উন্নয়ন সংস্থা।

শুক্রবার (৪ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে ফ্রান্সের রাজধানী প্যারিসে এই পুরস্কার ঘোষণা করে ইউনেস্কো। সেখানে গুড নেইবারস বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মাইনুল। এরপর তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।

বক্তব্যে মাইনুদ্দিন মাইনুল বলেন, এই পুরস্কারটি আমাদের শিক্ষকদের জন্য এক অনন্য স্বীকৃতি। তারা (শিক্ষকরা) শুধুমাত্র শিক্ষাই দিচ্ছেন না, পাশাপাশি সকল ধরনের বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। তিনি বলেন, এই লড়াই শুধু সুশীল সমাজের নয়। এই লড়াই এনজিওসহ গোটা জাতির।

দেশে সুবিধাবঞ্চিত শিশুদের বিস্তৃত এবং শিক্ষামূলক পরিবেশ তৈরিতে পরিচালিত হচ্ছে জিএনবির শিক্ষা কার্যক্রম। দেশের ১৩টি জেলার মোট ৩৯৬টি স্কুল নিয়ে পরিচালিত হচ্ছে এই কর্মসূচি। এতে কাজ করছেন ৪৯ জন উচ্চ প্রশিক্ষিত শিক্ষক।

/এটিএম

Exit mobile version