Site icon Jamuna Television

আর কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না: ডিএমপির ডিবিপ্রধান

ডিবি অফিসে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্যা প্রেসে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, ডিবি অফিসে নায়ক-নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না। ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায়ও আর থাকবে না। একইসাথে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কেউ গ্রেফতার হলে লুকোচুরি নয়, সাথে সাথে স্বজনদের জানানো হবে। এছাড়া ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

/এমএইচ

Exit mobile version