Site icon Jamuna Television

আরব আমিরাতে লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি মনসুর

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকার বেশি) জিতেছেন বাংলাদেশি প্রবাসী আবুল মনসুর আবদুস সবুর। তিনি ১৬ বছর ধরে লটারির টিকিট কিনে আসছিলেন বলে জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের প্রতিবেদনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে। মনসুর আবুধাবিতে ২০০৭ সাল থেকে আছেন এবং বর্তমানে সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।

জানতে চাওয়া হলে মনসুর বলেন, আমি ২০০৭ সালে থেকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত আছি। আমি এবং ১২ জন বন্ধু মিলে গত ১২ সেপ্টেম্বর কিছু লটারির টিকেট কিনি। এরপর টিকেট ড্রয়ের দিন আমরা অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার দেখছিলাম। যখন আমাদের টিকিট নাম্বার ঘোষণা করা হলো, আমরা এতোটা উত্তেজিত হয়ে পড়ি যা বলার মতো না।

পুরস্কারের অর্থ তারা বন্ধুরা ভাগাভাগি করে নেবেন বলেও জানিয়েছেন এই প্রবাসী বাংলাদেশি। জানান, পাওয়া অর্থ তিনি পরিবারের পেছনে ব্যয় করবেন এবং নিজের ব্যবসা শুরু করবেন।

৫২ বছর বয়সী আবুল মনসুরের বাড়ি চট্টগ্রামে। তার পরিবারে স্ত্রী, কন্যা ও দুই ছেলে রয়েছে।

/এটিএম

Exit mobile version