Site icon Jamuna Television

শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও বিচার নিশ্চিতের দাবি

জুলাই হত্যাকান্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবিতে সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৫ অক্টোবর) সকালে বৈরি আবহাওয়ার মধ্যেই সমাবেশ শুরু হয়। এতে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের স্বজনরা।

তারা বলেন, এখনও অনেক আহত রয়েছেন যারা সুচিকিৎসা পাচ্ছেন না। নিহত পরিবারগুলোও প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না। জুলাই বিপ্লবের দুই মাস পেরোলেও পুনর্বাসন কার্যক্রম সেভাবে শুরু হয়নি। জুলাই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবিও জানান তারা।

নাগরিক কমিটির বক্তারা বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এখনও দৃশ্যমান উদ্যোগ নেই। পুলিশ এখনও সক্রিয় নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আহ্বানও জানান তারা।

/এমএইচ

Exit mobile version