Site icon Jamuna Television

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পুলিশের সংস্কার হবে না: সাবেক আইজিপি নুরুল হুদা

ফাইল ছবি

গত ১৫ বছরে পুলিশে নৈতিক অবক্ষয় হয়েছে কল্পনাতীত। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে পুলিশের সংস্কার হবে না, এমন মন্তব্য করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে মাতৃভাষা ইনস্টিটিউটে ভয়েস ফর রিফর্মের উদ্যোগে মেরামত আলাপ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এমন মন্তব্য করেন।

সাবেক পুলিশপ্রধান বলেন, পুলিশ বাহিনীতে সংস্কারের জন্য আইনগত পরিবর্তন দরকার। নৈতিক উন্নতির জন্য মানবিক বিষয়গুলো কোর্সে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি: সংকট সমাধানের উপায় শীর্ষক’ আরেকটি সংলাপে অর্থনীতিবিদরা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হলে, আমদানি নির্ভরতা কমাতে হবে। খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে হবে।

/এনকে

Exit mobile version