Site icon Jamuna Television

৪ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া অফিস

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল বিভাগের কিছু অংশে হালকা ও মাঝারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে এই সময়ে ভারী অথবা অতিভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঢাকা ও রাজশাহী বিভাগে বিকেলের পর হালকার বৃষ্টির সম্ভবনাও রয়েছে।

মৌসুমি বায়ুর প্রভাবে ১২ তারিখ পর্যন্ত হালকা ও মাঝারী বৃষ্টির প্রবণতা থাকবে। এসময় দিনের তাপমাত্রা থাকবে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সকালে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত হলেও আগামীকাল থেকে এই প্রবণতা কমতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে।

/এটিএম

Exit mobile version