Site icon Jamuna Television

চট্টগ্রামে ডিমের বাজারে নৈরাজ্য, দেখার কেউ নেই

চট্টগ্রামে ডিমের বাজারে চলছে রীতিমতো নৈরাজ্য। সরকারের বেঁধে দেয়া দর মানছেন না বিক্রেতারা, পাইকারি ও খুচরা সব জায়গায় উপেক্ষিত নির্দেশনা। বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ পরিস্থিতির জন্য প্রশাসনের তদারকির অভাবকে দুষছেন ভোক্তারা।

পাইকারিতে ১১ টাকা ১ পয়সা দরে প্রতিটি ডিম বিক্রির সরকারি নির্দেশনা থাকলেও, চট্টগ্রামের পাহাড়তলীর এসব আড়তে বিক্রি হচ্ছে সাড়ে ১৩ টাকা দরে। এজন্য খামারিদের দুষছেন আড়তদাররা। তাদের দাবি, উৎপাদকদের কাছ থেকে বেশি দামে ডিম কিনতে হচ্ছে, তাই বিক্রিও করতে হচ্ছে বাড়তি দরে।

সরকারি নির্দেশনা উপেক্ষিত খুচরা বাজারেও। বেঁধে দেয়া ১১ টাকা ৮৭ পয়সার পরিবর্তে চট্টগ্রামে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৫-১৬ টাকায়। তদারকি না থাকায় অসাধু বিক্রেতারা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, যদি সরকারের বেঁধে দেয়া দামের ব্যত্যয় ঘটে তবে ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার সুযোগ আছে। আমরা এ ব্যাপারে কাজ করছি।

/এটিএম

Exit mobile version