Site icon Jamuna Television

চাকরি স্থায়ী করার দাবিতে এলজিইডি কর্মচারীদের অবস্থান ধর্মঘট

চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। রোববার (৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে কাজ করলেও তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। ফলে এই দুই শ্রেনীর পদে চাকরিরতদের মধ্যে হতাশা বাড়ছে। আগে বেশ কয়েকবার দাবি জানানো হলেও তা মানা হয়নি বলেও জানান তারা।

তারা আরও বলেন, অর্ন্তবর্তীকালীন সরকার এই দাবি মেনে নিলে তারা জনগনের জন্য কাজ করতে পারবেন। এ সময় দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

/আরএইচ

Exit mobile version