Site icon Jamuna Television

ধানমন্ডিতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ওয়ার্ড যুবলীগের সদস্য গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধানমন্ডিতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মোহাম্মদ শাকিল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গ্রেফতারের তথ্য জানায় ডিএমপির মিডিয়ার দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান।

হামলাকারী শাকিল হোসেন ৩৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাকে হাজারীবাগের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এসময় দেশীয় অস্ত্র ও দুইটি পিস্তল উদ্ধার করেছে তার।

পুলিশ জানায়, এসব অস্ত্র শিক্ষার্থীদের উপর হামলায় ব্যবহার করা হয়েছে। এছাড়া ছাত্রজনতার আন্দোলনে যেসব অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তা উদ্ধারে কাজ করছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে হেলমেট পরিহিতদেরও সনাক্ত করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

/এএস

Exit mobile version