Site icon Jamuna Television

নাসিরনগরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নবদম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

পুলিশ জানায়, দুই মাস আগে নাসিরগর উপজেলার হারুন মিয়ার সাথে বিয়ে হয় নরহা গ্রামের মীনা আক্তারের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ শুরু হয়। সোমবার বিকেলেও দুজনের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে রাতে মীনাকে কুপিয়ে হত্যা করে হারুন। পরে আত্মহত্যা করে সে। হারুনের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের কাছে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

Exit mobile version