Site icon Jamuna Television

শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ৭ দিনের রিমান্ডে

হত্যা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

আজ রোববার (৬ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে রিমান্ডে নেয়ার এ আদেশ দেন। 

জানা গেছে, পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে আসামিদের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত ৭ দিন করে মঞ্জুর করেন। এছাড়া এ মামলায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরকেও সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে ডিবি।

প্রসঙ্গত, বিগত শেখ হাসিনা সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং মুখ্য সচিবের দায়িত্বেও ছিলেন তিনি। সবশেষ জাতীয় নির্বাচনে জামালপুর-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। গণঅভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হলে এমপি পদ হারান তিনি।

/এমএইচ

Exit mobile version