Site icon Jamuna Television

বিদ্যুতের খুঁটির সাথে বাসের ধাক্কা, নিহত ১

বান্দরবানে বিদ্যুতের খুঁটির সাথে বাসের ধাক্কার ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে বান্দরবানে আসার সময় ওই এলাকায় পর্যটকবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলেই হেলপার মো. রাজু নিহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কয়েকজনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

আহতরা জানান, কক্সবাজার ও বান্দরবানের পর্যটন স্পটগুলোতে ভ্রমণের উদ্দেশ্যে ১৫ নভেম্বর ৫৭ জন যাত্রী নিয়ে খুলনা থেকে ছেড়ে আসে বাসটি। আজ বান্দরবান থেকে তাদের খুলনায় ফিরে যাবার কথা ছিল।

Exit mobile version