Site icon Jamuna Television

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন শিভাম দুবে, ঢুকলেন তরুণ ব্যাটার

আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শিভাম দুবে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তিলক ভার্মা।

এখন পর্যন্ত ভারতের হয়ে ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দুবে। যেখানে ৪৪৮ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন তিনি। ৩১ বছর বয়সী দুবে জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।

মুম্বাইয়ে অনুশীলনের সময় দুবের পিঠে পাওয়া চোট আবারও মাথাচাড়া দিয়েছে সম্প্রতি। সেই ব্যাথা কমেনি এখনও। গোয়ালিয়রে অনুশীলনের সময় তিনি অস্বস্তি অনুভব করেছেন বলেও জানা গেছে। 

এদিকে, ২১ বছর বয়সী তিলক ভারতের হয়ে এখনো পর্যন্ত ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ৩৩৬ রান করার পাশাপাশি স্লো বোলিংয়ের মাধ্যমে কয়েকটি উইকেটও নেন। চলতি বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে দলের বাইরে ছিলেন ভার্মা। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও তাকে বিবেচনা করা হয়নি। 

/এমএইচ

Exit mobile version