Site icon Jamuna Television

ট্রাফিক আইন মানলে সড়ক দুর্ঘযটনা কমে আসবে: ইলিয়াস কাঞ্চন

রাস্তায় প্রত্যেকে যদি নিয়ম মানে তাহলে যানজট অধিকাংশ কমে যাবে। দেশে বিপ্লব ঘটে গেলেও সড়কে বৈপ্লবিক পরিবর্তন না আসা দুঃখজনক বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ক্যাম্পেইন কর্মসূচিতে তিনি একথা বলেন। এসময় যার ইচ্ছেমতো রাস্তা পার না হওয়া। রাস্তার উপর গাড়ি পার্কিং না করা, লেন মেনে গাড়ি চালানো, সর্বোপরি ট্রাফিক আইন মেনে চলতে প্রচারণা চালান নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্মীরা।

এসময় ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে শৃঙ্খলা আনতে আইন যথাযথভাবে কার্যকর করতে হবে। বিগত সরকারের সময়ের মালিক শ্রমিকদের সিন্ডিকেট আর যেন না হতে পারে। তার জন্য কঠোর হতে হবে সরকারকে।

/এটিএম

Exit mobile version