Site icon Jamuna Television

সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান আটক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বনানী থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

রোববার (৬ অক্টোবর) বিকেলে এক ক্ষুদে বার্তায় তাকে আটকে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ।

২০২৩ সালের মার্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ থেকে অবসরে যান আমিনুল ইসলাম খান।

/আরএইচ 

Exit mobile version