Site icon Jamuna Television

কক্সবাজারে হোটেল থেকে জেলা জামায়াতের সেক্রেটারির লাশ উদ্ধার

কক্সবাজার শহরের একটি হোটেল থেকে জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিম উল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে হোটেল সাগাঁরওয়ের ৩১৬ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও হোটেল কর্তৃপক্ষ জানায়, সদরের ভারুয়াখালীর গ্রামের বাড়ি থেকে সোমবার শহরে আসেন রহিম উল্লাহ। কাজ শেষে রাতে তার শ্বশুরের মালিকাধীন ওই হোটেলে অবস্থান করেন। সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে একপর্যায়ে তার কক্ষের তালা ভাঙা হয়। ধারণা করা হচ্ছে, রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

Exit mobile version