Site icon Jamuna Television

খাস্তগীরকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বাতিল

পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসাবে খোরশেদ আলম খাস্তগীরকে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের উপ-হাইকমিশনার হিসেবে কর্মরত এই কর্মকর্তার বিরুদ্ধে ছাত্র জনতার জুলাই বিপ্লবে বিতর্কিত ভূমিকা পালনে অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেয়া হলো। তবে নিয়োগ বাতিলের সিদ্ধান্তের কোনো কারণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়নি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খুরশীদ আলমও পদত্যাগ করেছেন। ২০০৯ সাল থেকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন অবসরপ্রাপ্ত এই রিয়ার অ্যাডমিরাল।

/এটিএম

Exit mobile version