Site icon Jamuna Television

ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে হাফিজার রহমান (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে হেলে পড়া একটি ঘর মেরামতের সময় বিদ্যুৎপৃষ্ট হন তিনি। রোববার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজার ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় ছিলেন একজন কৃষক। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গত কয়েকদিন অবিরাম বৃষ্টি পড়ছে। গতকাল রাতে হাফিজারের একটি ঘর হেলে পড়ে যায়। দুপুরে বৃষ্টির মধ্যেই ওই ঘর মেরামত করছিলেন তিনি। পরে অসাবধানতাবশত ঘরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে তার শরীর। এসময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এএম

Exit mobile version