Site icon Jamuna Television

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৭

ফাইল ছবি

ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তির মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হলো গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়ার শরণার্থী শিবির। রোববার (৬ অক্টোবর) এ হামলায় নারী ও শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ ফিলিস্তিনি। খবর, আল জাজিরার।

এ নিয়ে এক বছরে তৃতীয়বারের মতো জাবালিয়ায় স্থল অভিযান চালালো ইসরায়েল। এসময় দ্রুত এলাকাটি খালি করার নির্দেশ দেয়া হয় বাসিন্দাদের। প্রয়োজনীয় সময় না দিয়েই শুরু হয় রাতভর বিমান হামলা। ইসরায়েলের দাবি, সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা রয়েছে জাবালিয়ায়। তাদের লক্ষ্য করেই চালানো হয় এই হামলা।

পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে সেনা ও ভারী ট্যাংক। জোরালো হামলা হয়েছে দেইর-আল বালাহতেও। আল আকসা হাসপাতাল লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। আহত হয়েছেন অন্তত ১১ ফিলিস্তিনি।

উল্লেখ্য, গত ১ বছরে গাজায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজার। গতবছরের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পর ফিলিস্তিনে পাল্টা আক্রমণ চালায় দেশটি।

/এমএইচআর

Exit mobile version