Site icon Jamuna Television

জার্মানি দল থেকে ছিটকে গেলেন হাভার্টজ, বেকায়দায় কোচ

আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য উয়েফা নেশন্স লিগের দুই ম্যাচে কাই হাভার্টজকে পাবে না জার্মানি। ইনজুরিতে পরে জাতীয় দল থেকে ছিটকে গেছেন আর্সেনালের এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকার চোটের কথা জানায় জার্মান ফুটবল ফেডারেশন-ডিএফবি।

হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন তিনি। চলতি মৌসুমে ক্লাব আর্সেনালের হয়ে দারুণ ছন্দে আছেন হাভার্টজ। প্রিমিয়ার লিগে ৪টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ৬ গোল করেছেন ২৫ বছর বয়সী এ ফুটবলার। সঙ্গে অ্যাসিস্টও রয়েছে একটি।

এদিকে হাভার্টজের বদলি হিসেবে কোচ নাগলসমানের দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড ইউনাটান বুরকার্ড। ওয়েস্ট হ্যামের নিকলাস ফুলক্রুগ আগেই ছিটকে গেছেন। বাধ্য হয়ে কোচকে এখন নতুন করে আক্রমণভাগ সাজাতে হবে। বেয়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান রিটজ এবং স্টুটগার্টের দেনিজ উন্দাভকে ফরোয়ার্ড হিসেবে খেলাতে পারেন জার্মান কোচ।

হাভার্টজের বদলি হিসেবে ডাক পাওয়া বুরকার্ড গতকাল সেন্ট পাওলিতে বুন্দেসলিগার ম্যাচে জোড়া গোল করেছেন। তিনি ছাড়াও দলে নতুন খেলোয়াড় হিসেবে আরও জায়গা পেয়েছেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড টিম ক্লেইন্ডিয়েনশট এবং স্টুটগার্টের জেমি লেউইলিং।

শুক্রবার (১১ অক্টোবর) রাত পৌনে ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে জার্মানি। ১৪ অক্টোবর একই সময় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে তারা।

উল্লেখ্য, নেশন্স লিগে ‘এ’ লিগের ৩ নম্বরে গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি। সমান পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে নেদারল্যান্ডস। গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে বসনিয়া ও হাঙ্গেরি।

/এমএইচআর

Exit mobile version