Site icon Jamuna Television

বিশ্ব শিশু দিবস: শহীদ ১০৫ শিশুর পরিবারকে সম্মাননা ও অনুদান

বিশ্ব শিশু দিবসে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১০৫ শিশুর পরিবারকে সম্মাননা, ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আরও দেয়া হয়েছে শহীদি স্বীকৃতির মানপত্র।

সোমবার (৭ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে এই আয়োজন করা হয়। এবারের শিশু দিবসের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অংগিকার।’

এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। উপস্থিত ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও। ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া শিশুদের উদ্দেশে নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

/এএস

Exit mobile version