Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ধেয়ে আসছে হারিকেন ‘মিল্টন’

ক’দিন আগেই মারাত্মকভাবে আঘাত হেনেছিলো হারিকেন ‘হেলেন’। ক্ষয়ক্ষতি এখন-ও কাটিয়ে উঠতে না উঠতে-ই দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের রাজ্য ফ্লোরিডায় এগিয়ে আসছে আরেক হারিকেন ‘মিল্টন’। সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকো উপকূলে সৃষ্ট হারিকেন মিল্টন ফ্লোরিডা উপকূলের দিকে এগিয়ে আসার সাথে সাথে শক্তি অর্জন করছে বলে সতর্কতা জানিয়েছে কর্তৃপক্ষ। 

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) রোববার জানিয়েছে যে, হারিকেন মিল্টন ইতিমধ্যে ক্যাটাগরি ১ হারিকেনে পরিণত হয়েছে এবং সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় (ঘন্টা ৮০ মাইল) বাতাস বইছে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর, ফ্লোরিডা উপকূলে আঘাত হানে মারাত্মক শক্তিশালী ক্যাটাগরি ৪ হারিকেন ‘হেলেন’। এ ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজ্যটি। ভয়াবহ আকস্মিক বন্যায় ইতিমধ্যে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৩০ জনে পৌঁছেছে।

/এআই

Exit mobile version