Site icon Jamuna Television

তরুণ নির্মাতাদের পাশে ক্যাফেলাইটিক্স

সৃজনশীল কনটেন্টের মাধ্যমে নিজেদের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে তরুণ নির্মাতাদের জন্য কনটেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতার আয়োজন করে ধানমন্ডির কফিশপ ক্যাফেলাইটিক্স। যেখানে নির্মাতারা ভিডিও কনটেন্ট বানিয়ে তাদের নির্মাণের ধরণ এবং ভিন্নধর্মী আইডিয়া তুলে ধরেন।

গত ৫ অক্টোবর এই প্রতিযোগিতার পুরস্কার দেয়া হয়। এতে বিচারক হিসেবে ছিলেন পরিচালক ভিকি জায়েদ, রাকা নোশিন নাওয়ার, চিত্রগ্রাহক বিদ্রোহী দীপন, আলোকচিত্রী জয়িতা আফরিন, কমেডিয়ান ও অভিনেতা সামী দোহা, এবং যাদুশিল্পী এস এ ওয়ালিদ। আর অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ক্যাফেলাইটিক্সের প্রতিষ্ঠাতা জোবায়দুল ইসলাম।

এই প্রতিযোগিতায় বিজয়ী হন তানভিন হোসেন রানা। মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Exit mobile version