Site icon Jamuna Television

আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলে ফেসবুকে স্ট্যাটাস: সেই সহকারী কমিশনার সাময়িক বরখাস্ত

ছাত্র-আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালেয়ের ছাত্র আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মন্তব্য করা লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমালোচনায় পড়া এই কর্মকর্তাকে এর আগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

আজ সোমবার (৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) ফেসবুক পোস্টে আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ঊর্মি লেখেন, ‘কত বড় বোকার স্বর্গে আছি, এইটা শুধু চিন্তা করি। আবু সাইদ! বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়লো; সে নাকি শহীদ! এটাও এখন মানা লাগবে!’

আবু সাইদের বাড়িতে যাওয়ায় প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘এই আহাম্মকি ভ্রমণের জন্য এত বড় গাড়িবহর পুরো বিভাগ থেকে যে গেলো, তার তেল খরচ কে দিয়েছে? যাই হোক, ভিডিওটা দেখুন। ভালো মতো দেখুন আর মুখস্থ করুন। আর কী বলব!’

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়েও ফেসবুকে বিতর্কিত মন্তব্য করেন তাবাসসুম উর্মি। শনিবার আরেকটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

পরে স্ট্যাটাসটি অনলি মি করা হয়। স্ট্যাটাসের বিষয়ে তিনি গতকাল গণমাধ্যমকে বলেন, আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। ‘অনলি মি’ করেছি বিভিন্ন কারণে হতে পারে। যমুনা নিউজকে তিনি জানান, দেশের নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতেই এ মন্তব্য করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য তার চাকরি যদি চলেও যায়, তাতে দুঃখ নেই বলেও জানান তিনি।

তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এছাড়া, আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশকিছু পোস্টও করতে দেখা গেছে তাকে।

/এমএন/এএম

Exit mobile version