Site icon Jamuna Television

রিসার্লিসনের গোলে ক্যামেরুনকে হারালো ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রিসার্লিসনের একমাত্র গোলে ক্যামেরুনকে হারিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে চোটের কারণে ম্যাচের ৮ মিনিটেই ছিটকে যায় ব্রাজিলের প্রাণভোমরা নেইমার।

ঘরের মাঠ মিল্টন কেইনিসে শুরু থেকেই বল দখলে আধিপত্য ধরে রাখে সেলেসাওরা। ৪৩ মিনিটে অ্যালান মারকুইসের হেড ঠেকিয়ে দিলে এগিয়ে যাওয়া হয়নি কোচ তিতে শীষ্যদের। তবে বিরতির আগে উইলিয়ানের কর্নার থেকে দারুণ হেডে দলকে লিড এনে দেন ২১ বছর বয়সি মিডফিল্ডর রিসার্লিসন।

দ্বিতীয়ার্ধেও ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল ব্রাজিলের। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের কল্যাণে লিড বাড়ানো হয়নি। এই জয়ে বিশ্বকাপের পর টানা ৬ষ্ঠ জয় তুলে নিল পেলের উত্তরসূরীরা।

Exit mobile version