Site icon Jamuna Television

দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যেই মেক্সিকান মেয়র খুন

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরো’র চিলপানসিঙ্গো শহরের মেয়র আলেজান্দ্রো আরকোস দায়িত্ব নেয়ার এক সপ্তাহ’র মধ্যেই খুন হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার, চিলপানসিঙ্গোতে মৃত অবস্থায় পাওয়া যায় আরকোসকে। মৃত্যুর আগে, তিনি মেয়র ছিলেন মাত্র ছয় দিনের জন্য।

গুয়েরেরো’র গভর্নর ইভলিন সালগাদো বলেছেন, নগর প্রশাসনের নতুন সচিব ফ্রান্সিসকো তাপিয়াকে গুলি করে হত্যার তিন দিন পর এবার মেয়র আরকোসকে হত্যা করা হয়েছে। আরকোসের হত্যাকাণ্ডের বিষয়ে কর্তৃপক্ষ এখনো তদন্ত কিংবা সন্দেহভাজনদের বিবরণ প্রকাশ করেনি।

/এআই

Exit mobile version