Site icon Jamuna Television

জ্বালানি সচিব নূরুল আলমকে ওএসডি করে নতুন সচিব নিয়োগ

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। একইসঙ্গে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সাইফুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতির পর তাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন খানকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে।

এছাড়াও, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মনিরুল হুদাকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

/এএম

Exit mobile version